Breaking News

নরসিংদীতে পুলিশের সহায়তায় প্রতারানার শিকার নারী ফেরত পেলেন তার টাকা

জেলা প্রতিনিধিঃ
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলমের ঐকান্তিক চেষ্টায় ১ লক্ষ ৬০ হাজার টাকা ফেরত পেলেন প্রতারিত হওয়া এক মহিলা। আজ দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে মহিলার কাছে উদ্ধারকৃত নগদ টাকা হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আলম, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সৈয়দুজ্জামান। 
 সূত্রে জানা যায়, নরসিংদী শহরের ব্রাহ্মন্দী মহল্লার বেসরকারী চাকুরীজীবি ইসরাত জাহান নরসিংদী সদর মডেল থানায় প্রতারণা সংক্রান্ত একটি সাধারন ডায়েরী করেন। সাধারন ডায়েরীতে তিনি উল্লেখ করেন জনৈক ব্যাক্তি তার মোবাইলে ফোন দিয়ে জানায়, স্ক্রাচ কাড রিচার্জ করলে তিনি নগদ টাকা পুরুস্কার পাবেন। এমন অফার শুনে তিনি তাদের কথামতো কার্ড রিচার্জ করেন। এরপর উনাকে জানানো হয় তিনি জাপানী হোন্ডা ব্র্যান্ডের দামী গাড়ি উপহার পেয়েছেন। এ উপহার দেয়ার কথা বলে বিভিন্ন উপায়ে ওই মহিলার কাছ থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা বিকাশের মাধ্যমে নেয় প্রতারকরা। মহিলাকে গাড়ির সম পরিমাণ মূল্য সোনালী ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হবে বলে জানানো হয়। মহিলা তাদের দেয়া সময় অনুযায়ী সোনালী ব্যাংকে দীর্ঘক্ষণ অপেক্ষা করলেও কোন টাকা তার একাউন্টে আসেনি। পরে মহিলা বুজতে পারেন তিনি প্রতারকদের খপ্পরে পড়েছেন। তারপর তিনি ২০ মে নরসিংদী সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করেন। সাধারন ডায়েরী করার পর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দুজ্জামান ভুক্তভোগী মহিলাকে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর কাছে সহযোগীতা চাওয়ার জন্য পরামর্শ দেন। মহিলা সে অনুযায়ী তার সাহায্য প্রার্থী হন। এরপর অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম নিজে বিষয়টি তদন্ত শুরু করেন। তথ্য প্রযুক্তীর সহায়তায় ফরিদপুর জেলার ভাঙ্গার প্রতারক কে চিহ্নিত করা হয়। তারপর সে প্রতারক কে ধরতে নিজেই অভিযানে যান এএসপি শাহরিয়ার আলম। মূল প্রতারক কে গ্রেফতার করতে না পারলেও বিভিন্ন কৌশল ও চাপ প্রয়োগ করে মহিলার ১ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।

No comments