Breaking News

চরভদ্রাসনে সাপের কামড়ে যুবকরে মৃত্যু।।

 ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়নের চর কল্যানপুর গ্রামের নালু মোল্যার ছেলে ফরহাদ হোসেন মোল্যা (১৮) কে সাপে কাটার একদিন পর মঙ্গলবার সকাল ১০ টায় তার মৃত্যু হয়েছে। গত সোমবার সকালে বাড়ীর পাশে ফসলী মাঠে গরু চড়াতে গেলে বিষাক্ত সাপে দংশন করার পর তাকে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্ত হাসপাতালের চিকিৎসকদের কোনো সেবা প্রদান করতে দেয়নি আহতর মূর্খ্য পরিবার। 
মঙ্গলবার চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জাহিদ হোসেন জানান, “ সর্প দংশনে আহত ওই রুগীকে হাসপাতালে আনার পর আমরা বহু আকুতী করেছি তার প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য। কিন্ত রুগীর পিতামাতা আহত ছেলের শরীরে স্যালাইন ও ইনজেকশন পুশ করাতে দেয় নাই। ফলে বীনা চিকিৎসায় তারা আহত ছেলেকে নিয়ে বাড়ী ফিরেছে”। 
একই দিন সর্প দংশনে নিহত যুবকের সম্পর্কের চাচা উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন বলেন, “ আমি ও আমার সহোদররা মিলে সর্প দংশনের শিকার ফরহাদ হোসেনের পিতামাতাকে অনেক বুঝানোর চেষ্টা করেছি। কিন্ত আহতর পিতামাতার মধ্যে কুসংস্কার ঘিরে রয়েছে। তারা চেলে মরে গেলেও স্যালাইন বা ইনজেকশন দিতে দিবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিল। ফলে একটা তরতাজা প্রাণ কবর দিয়ে এসে উক্ত চেয়ারম্যান হতাশা ব্যক্ত করেছেন”।    
জানা যায়, গত বছর বন্যার সময় পাহাড়ী ঢলের পানির সাথে চন্দ্রবোড়া/রাসেল ভাইপার নামক এক প্রকার বিষধর সাপ ভেসে আসে উপজেলা পদ্মা নদীর বিভিন্ন চরে বিস্তার লাভ করেছে। চরাঞ্চালের কাঁশবন ও ফসলী মাঠে এ জাতিয় সাপের বিচরন বেশী দেখা গেছে। গত এক বছরে ওই সর্প দংশনে উপজেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। ঘটনার দিন সকালে যুবক ফরহাদ হোসেন মোল্যা গরু চড়াতে বাড়ীর পাশে ফসলী মাঠে যায়। মাঠ থেকে ফেরার পথে উক্ত সর্প দংশরে শিকার হয়ে সে বীনা চিকিৎসায় আহতবস্থায় একদিন বাড়ীতে থাকার পর মৃত্যু হয়।

No comments